আজ কে আপনজন ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ড্রিংক/ পানীয় এর রেসিপি। যা আপনি সহজেই বাসায় বানিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খেতে পারবেন। প্রতিদিন সকালে এই পানীয় পান করলে আপনার সারা টা দিন খুব ফুরফুরে যাবে।
গর্ভকালীন সময়ে খাবারের তালিকা তৈরি করতে ডাউনলোড করুন ফ্রি আপনজন অ্যাপ
উপরের উল্লেখ করা সব গুলো উপাদান কে ব্লেন্ডার মেশিনে নিয়ে ১ মিনিট ব্লেন্ড করুন। আপনি চাইলে ১-২ টুকরো বরফ ও দিয়ে নিতে পারেন।
ড্রিংক এর উপাদান গুলো দেখলেই বুঝতে পারবেন কি কি পুষ্টিমান বজায় রাখা হয়েছে।নীচে উপাদান গুলোর ভূমিকা আলোচনা করা হলঃ
সকাল বেলা এমন একটি ড্রিংক নাস্তার আগে নিয়মিত পান করলে আপনার শরীরের পুষ্টিমান অনেক গুন বেড়ে যাবে। কারন এই ড্রিংক টির উপাদান গুলো বেঁচে নেয়া হয়েছিল পুষ্টিমান গুলো বিচার করেই।
আপনজন এ প্রকাশিত সকল লিখা বিজ্ঞান সম্মত বিভিন্ন ওয়েব পোর্টাল বা জার্নাল থেকে সংগ্রহীত। আমাদের কোন কনটেন্ট বা লিখা সরাসরি কাউ কে চিকিৎসা দেয়ার জন্য নয় বরং সচেতনতা সৃষ্টি করাই আমাদের মুল উদ্দেশ্য। গর্ভকালীন যে কোন চিকিৎসা বা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার দেখা পরিপূর্ণ বিকাশের জন্য কোন প্রশ্ন বা কিছু জানার থাকলে কল করুন ১৬২২৭ এই নাম্বারে।
আপনজন ব্লগের অন্যান্য লিখা গুলো পড়তেঃ